অঝোর ধারায় কেঁদেছিলাম : শেখ হাসিনা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, জুলাই ২১, ২০১৮ স্টাফ করেসপন্ডেন্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পচাত্তরের ১৯ জুলাই জার্মানি গিয়েছিলাম। মানুষ বিদেশ যেতে আনন্দ পায়। কিন্তু আমি সেদিন অঝোর ধারায় কেঁদেছিলাম। স্বাধীনতার পর এদেশে বারবার ক্যু হয়েছে।’ তিনি বলেন, ‘বাংলাদেশে ক্যুর কথা শুনে আমার মুখ দিয়ে সেদিন (১৫ আগস্ট ১৯৭৫) একটি কথা বের হয়েছিল। বলেছিলাম, তাহলে তো আমার বাবা-মা কেউ বেঁচে নেই। পরে দেখলাম আমার কথাই সত্যি হলো।’ শনিবার (২১ জুলাই) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পচাত্তর পরবর্তী ঘটনাসমূহের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ইন্দিরা গান্ধী আমাদের সহযোগিতা করেছিলেন। আমরা ছয় বছর দেশে ফিরতে পারিনি। ইন্দিরা গান্ধী আমাদের পাশে দাঁড়িয়েছন।’ তিনি আরও বলেন, ‘আমি আর রেহানা হারিয়েছি বাবা, মা, ভাই। কিন্তু জাতি হারিয়েছে তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতীক।’ গণসংবর্ধনা অনুষ্ঠাণে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। গণসংবর্ধনা অনুষ্ঠাণে অভিনন্দনপত্র পাঠ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভারতের আসানসোলের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে ডি-লিট ডিগ্রি অর্জন, মহাকাশে সফলভাবে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট পাঠানো, অস্ট্রেলিয়ার সিডনি থেকে গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড অর্জন ও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত করায় এ গণসংবর্ধনা দেয়া হয়। Comments SHARES জাতীয় বিষয়: